বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে ভয়াবহ ডাকাতিতে বৃদ্ধ নিহত  

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে ভয়াবহ ডাকাতিতে বৃদ্ধ নিহত  

নাটোরের গুরুদাসপুরে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ঘটে যাওয়া ভয়াবহ ডাকাতির ঘটনায় এক বৃদ্ধ নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃচাপিলা গ্রামের মৃত্যু ময়েন উদ্দিনের ছেলে হারেছ প্রামাণিক (৭২) ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলে কয়েকজন দুষ্কৃতকারী তাকে আক্রমণ করে। প্রতিরোধ করতে গিয়ে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি করে আহত করে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এসময় হারেছের স্ত্রী অলেদা (৬০) ঘর থেকে বের হলে তাকেও আক্রমণ করা হয়। তাকে গুরুতর অবস্থায় রামেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তিন ডাকাতকে আটক করেন।

আটকরা হলেন, চাপিলার গজেন্দ্র গ্রামের মোজাম প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম, ধানুড়া মিল্কি গ্রামের ইউসুফ আলীর ছেলে মাসুদ এবং একই গ্রামের মমিনের ছেলে সুমন। তারা গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের।

এ ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে। গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, ডাকাতদলের তিন সদস্য আটক রয়েছে। বাকী সদস্যদের আটকের চেষ্টা চলছে।

টিএইচ